অভয়নগরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধের ঘটনায় মামলা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসের পাশে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন আকাশ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে বুইকরা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ছাত্রলীগ নেতা সোহেল আরমান তূর্যকে। মামলাটি করেছেন গুলিতে জখম আব্দুল্লাহ আল মামুন আকাশ। এদিকে পুলিশ আসামি তুর্যকে আটক ও অবৈধ অস্ত্রটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ নেতা তূর্য অবৈধ পিস্তল পরীক্ষা করার সময় একটি গুলি বেরিয়ে অপর ছাত্রলীগ নেতা আকাশের গলায় বিদ্ধ হয়। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন তার পরিবারকে।