রুশ ৩৮৬ পার্লামেন্ট সদস্যের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

0

লোকসমাজ ডেস্ক ॥ রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। শুক্রবার (১১ মার্চ) যুক্তরাজ্য রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার ৩৮৬ জন সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্ন দুই ভূখণ্ড লুহানস্ক ও দোনেতস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পুতিনকে সমর্থন দিয়েছেন এসব সদস্য। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, লুহানস্ক ও দোনেতস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সমর্থন দেওয়ায় আজ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ডুমার ৩৮৬ জন সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় তালিকাভুক্ত এসব সদস্য যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না, একইসঙ্গে যুক্তরাজ্যে থাকা তাদের সম্পদ জব্দ হবে ও তারা এখানে ব্যবসা করতে পারবে না।