হাসপাতালে চিকিৎসা নিতে এসে অজ্ঞান পার্টির কবলে নারী

0

স্টাফ রিপোর্টার ॥ হাসপাতালে চিকিৎসা নিতে এসে আম্বিয়া বেগম (৪৫) নামে এক নারীকে অজ্ঞান করে তার টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। পুলিশ ওই নারীকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করে দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির শিকার আম্বিয়া বেগম যশোর শহরের মুড়লী এলাকার মৃত জাহান আলীর স্ত্রী। ২২ দিন আগে জাহান আলী মৃত্যুবরণ করেছেন। তার নোনদ আয়েশা বেগম জানিয়েছেন, এদিন বেলা ১১টার দিকে আম্বিয়া বেগম যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চক্ষু বহির্বিভাগে চোখের চিকিৎসা নিতে আসেন। ১০ টাকা দিয়ে টিকিট কাটার পর তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন। অজ্ঞান পার্টির মহিলা সদস্যরা কৌশলে অজ্ঞান করে আম্বিয়া বেগমের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও কানে থাকা সোনার দুল নিয়ে পালিয়ে যায়। ব্লাড ব্যাংকের সামনে থেকে টহল পুলিশের এএসআই মো. আবু সালেহ তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ৩য় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ভর্তি করার পর গতকাল সন্ধ্যা পর্যন্ত আম্বিয়া বেগমের চেতনা ফিরে আসে।
স্বজনরা বলছেন, ২২ দিন আগে তার (আম্বিয়া) স্বামী মারা গেছে। স্বামীর শোক কাটিয়ে উঠতে না উঠতে আবার হাসপাতালে এসে অজ্ঞান পার্টির কবলে পড়লেন আম্বিয়া বেগম।
সূত্র জানিয়েছেন, যশোর ২৫০ শয্যা হাসপাতাল এখন অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে। এর আগে ৮/১০ জনকে অজ্ঞান করে তাদের সর্বস্ব লুট করে নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।