রাশান টুরিস্টরা ইন্দোনেশিয়ায় ঘুরতে গিয়ে বিপাকে

0

লোকসমাজ ডেস্ক॥ ইউক্রেনে সেনা অভিযানের পরিপ্রেক্ষিতে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্ব ও ইউরোপের দেশগুলো রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে। ইতোমধ্যে নিষেধাজ্ঞার বিষয়টি আচ করতে পারছেন রাশিয়ার সাধারণ নাগরিকরা। বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে নগদ টাকার সংকটে পড়ছেন তারা। ফলে বাধ্য হয়ে সংশ্লিষ্ট দেশে নগদ টাকার জোগান দিতে কাজ খুঁজছেন অনেক রাশান টুরিস্ট। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার বালিতে টাকা তোলার জন্য একটি এটিএম বুথে গিয়েছিলেন রাশিয়ান পর্যটক কনস্ট্যান্টিন ইভানভ। কিন্তু তার অ্যাকাউন্টটি রাশিয়ার একটি ব্যাংকের হওয়ায় এটিএম বুথের মেশিনে কার্ড ঢোকানোর সঙ্গে সঙ্গে ব্লক করে দেওয়া হয় ইভানভের লেনদেনটি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জন্য রুশ ব্যাংকগুলোর বিরুদ্ধে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা। সরাসরি যার প্রভাব পড়েছে বিদেশে থাকা রুশ নাগরিকদের ওপর, যাদের অনেকের কাছেই বর্তমানে নগদ কোনো টাকা নেই। ঘুরতে গিয়ে এমন সংকটে পড়ে এখন ইন্দোনেশিয়াতেই কাজ খোঁজার কথা জানান রুশ নাগরিক ইভানভ। তিনি বলেন, ‘এটি (নিষেধাজ্ঞা) আমাদের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করেছে। অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে আমাদের বিচ্ছিন্ন করা হয়েছে। মনে হচ্ছে, আমাদের টাকা পুরোপুরি ফ্রিজ করে রাখা হয়েছে।’ এদিকে রাশিয়ার নাগরিকরা কোনো সমস্যায় পড়লে তাদের তথ্য ও সহায়তা প্রদান করার কথা জানিয়েছেন জাকার্তায় অবস্থিত রুশ দূতাবাসের একজন মুখপাত্র। তিনি জানিয়েছেন, রাশিয়ার কিছু ব্যাংক এখন ভিসা বা মাস্টারকার্ডের পরিবর্তে চীনের ইউনিয়নপে সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য একটি ভার্চুয়াল কার্ড অফার করছে। এক বার্তায় তিনি বলেন, ‘এটি বিনা মূল্যে (ভার্চুয়াল কার্ড) দেওয়া হচ্ছে এবং পৃথিবীর যেকোনো স্থান থেকে এটি খোলা যাবে।’