খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ খুলনা মহানগরের ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন পাওয়ার পর এবার ৬৫ সদস্য বিশিষ্ট খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন লাভ করেছে। শনিবার দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ কমিটি অনলাইনে প্রকাশ পায়।
গত ৯ ডিসেম্বর আমীর এজাজ খানকে আহবায়ক, আবু হোসেন বাবুকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করে জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা হয়। একই দিনে মহানগর বিএনপির তিন সদস্যের আহবায়ক কমিটিরও ঘোষণা আসে। এরপর গত ১ মার্চ ৭১ সদস্য বিশিষ্ট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর শনিবার জেলা বিএনপির ৬৫ সদস্যের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন দিলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খুলনা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, মো. রকিব মল্লিক, মোস্তফা উল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ তৈয়েবুর রহমান, শামীম কবির, আশরাফুল আলম খান নান্নু, সামসুল আলম পিন্টু, মেজবাউল আলম ও এনামুল হক সজল। আহবায়ক কমিটিতে সদস্য করা হয়েছে-মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, ডা. গাজী আব্দুল হক, চৌধুরী কওসার আলী, অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, ডা. আব্দুল মজিদ, খায়রুল ইসলাম খান জনি, ওয়াহিদ ইমরান, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অসীত কুমার সাহা, সাকিল আহম্মেদ দিলু, অ্যাডভোকেট একেএম শহীদুল আলম, ইলিয়াস হোসেন মল্লিক, শেখ আসগর আলী, মোল্লা এনামুল কবির, ওহিদুজ্জামান রানা, মো. হাফিজুর রহমান, আনিছুর রহমান, সুলতান মাহমুদ, জিএম রফিকুল ইসলাম, মনিরুজ্জামান লেলিন, মুর্শিদুর রহমান লিটন, নাজমুর সাকির পিন্টু, মো. ইকবাল শরীফ, অ্যাডভোকেট চৌধুরী আব্দুস সবুর, আরিফুর রহমান আরিফ, খন্দকার ফারুক হোসেন, সেলিম সর্দার, রবিউল হোসেন, সরওয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, রুম্মন আজম, সাইদুজ্জামান খান, হাসনাত রিজভী মার্শাল, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, মল্লিক আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার টিটু ভুঞা, হাবিবুর রহমান রিটু, শেখ আবুল বাশার, নরুল আমিন বাবুল, শাহাদাত হোসেন ডাবলু, গাজী আব্দুল হালিম, দিদারুল হোসেন দিদার, হেলাল উদ্দিন হেলাল, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারি পান্না ও মাহমুদ জাহিদ আল কাদির।