লোহাগড়ায় শতাধিক শিশু শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার নিভৃত পল্লী লংকারচরে ১৩০ জন মেধাবী শিশু শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে সালেহা ফাউন্ডেশন। শনিবার বেলা ১১ টায় ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামে বায়তুল মামুর জামে মসজিদ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি সালেহা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতনা ইউপি চেয়ারম্যান শেখ সিহানুক রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সালেহা ফাউন্ডেশনের পরিচালক ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. শফিক আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা মো. কবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মৃধা, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হাসান শিমুল, শিক্ষক মো. আবুল বাশার, শিক্ষক মো. লুৎফর রহমান, শিক্ষক কাজী আল হেলাল প্রমুখ। প্রসঙ্গত, সালেহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট দৌলত আহমেদ খান। ২০২০ সালে লংকারচর গ্রামে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে শিক্ষানুরাগী অ্যাডভোকেট দৌলত আহমেদ খান প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তার মৃত্যুর পর স্ত্রী সালেহা খানম ও সন্তানরা এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন।