চৌগাছায় দেবালয়ে ৬২ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় দেবালয় গ্রামে সাততার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৬২টি পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। শনিবার সেচ্ছাসেবীরা কর্মহীন, অসহায় ও দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন। করোনা ভাইরাস মোকাবেলায় বাড়ীতে থাকতে হবে এ শ্লোগানকে সামনে রেখে মানুষের পাশে দাড়িয়েছে সংগঠনটির সদস্যবৃন্দ। তারা জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও বাড়ীতে থাকারও পরামর্শ দেন। এ গ্রামের মোট ৬২টি পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
গ্রামের উদিও মান যুবক ও কর্মজীবীদের আর্থিক সহযোগিতায় সংগঠনের আহবায়ক ব্যবসায়ী রেজাউল ইসলাম ও আব্দুল ওয়াদুদের নেতৃত্বে এ উপহার সামগ্রী পরিবার গুলোর বাড়ীতে পৌছিয়ে দেওয়া হয়। সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পিয়াজ ও সাবান । এ সময় উপস্থিত ছিলেন সাততারা সংগঠনের সদস্য আব্দুল মান্নান, আজিজুর রহমান মনা, মাষ্টার আব্দার রহমান, আব্দুল মজিদ, আব্দুর রহমান খোকন প্রমুখ।