বাঘারপাড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে আলোচনা সভা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া পৌরসভার আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শনিবার বিকেলে পৌরভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, প্যানেল মেয়র শরিফুল ইসলাম, কাউন্সিলর খবির উদ্দিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহম্মদ মিল্টন ও আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ।