দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা পর্যায়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

0

লোকসমাজ ডেস্ক ॥ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং উপজেলা পর্য়ায়ে খোলা বাজারে দ্রব্যসামগ্রী বিক্রির দাবিতে সারা দেশে ১১ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুয়ায়ী গতকাল ছিল উপজেলা পর্য়ায়ে বিক্ষোভ সমাবেশ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপজেলাগুলোতে অনুষ্ঠিত সমাবেশ নিয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রাশেদুল মোমিন সুজন, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কাদের বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইসমাঈল হোসেন সোহাগ, কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, বিএনপি নেতা কাজী আব্দুস সাত্তার, খাইরুজ্জামান মিনু প্রমুখ।


স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে যশোরের মনিরামপুর থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলামের সভাপতিত্বে ও যুবদল নেতা মোক্তার হোসেনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তার, মকবুল ইসলাম, জামশেদ আলী, জুলফিকার আলী ভুট্টো, মাস্টার মতিয়ার রহমান, খান শফিয়ার রহমান, জেলা মহিলাদলের সহসভাপতি মেরি ইকবাল, সহসাংগঠনিক সম্পাদক লুৎফুন্নাহার, পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ।


চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের চৌগাছা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলে বাধা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে যশোর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় তারা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াশিম, যুবদল নেতা অ্যাড আলীবুদ্দীন, ফারুক হোসেন, সাইফুল ইসলাম রিংকু, আলম দফাদার, তুফান হোসেন, আনিছুর রহমান, আরাফাত হোসেন, পৌর যুবদলের আহবায়ক সালা উদ্দীন, সদস্য সচিব মঈন উদ্দীন, শরীফ আহমেদ মিঠু, কামরুল ইসলাম, সুজ্জল হোসেন, মো. রকি, নুরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বক্কর সিদ্দীক, রুবেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দীন, সদস্য সচিব ইমরান হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হাসান জিতু, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোবারক ইসলাম রবিন প্রমুখ।


স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে কেশবপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে বিএনপি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জাফর সাদিক, নগর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মারুফুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ^াস। আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলা উদ্দিন আলা, শেখ শহিদুল ইসলাম, কুতুব উদ্দিন বিশ^াস, সাতবাড়িয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, কে এম খলিলুর রহমান,নুরুজ্জামান চৌধুরী,আলমগীর হোসেন, আলমগীর সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের সামসুল আলম বুলবুল, বাবুল রানা বাবু, মেহেদী হাসান বিশ^াস, থানা ছাত্রদল সভাপতি আজিজুর রহমান প্রমুখ।


কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, সকালে কালীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে দলটির উপজেলা ও পৌর শাখা। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ , পৌর বিএনপি সভাপতি আতিয়ার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন হারুন মোল্লা।


রামপাল (বাগেরহাট) সংবাদদাতা জানান, বিএনপি’র বাগেরহাট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সম্পূর্ণভাবে একটি লুটপাটের দলে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাস করে বিরোধী শক্তিকে দমন পীড়ন করে দাবিয়ে রেখেছে। বিনা ভোটের এই সরকারের কারসাজিতে তেল, চাল, ডিজেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দেশ পরিচালনায় ব্যর্থ এই সরকার বাজারের নিয়ন্ত্রণ হারিয়েছে। যে কারণে দিন আনা দিন খাওয়া মানুষ আজ অসহায় জীবন যাপন করছে। এ জন্য আমাদের লক্ষ্য দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে দলকে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলনের জন্যে প্রস্তুত হওয়া। শনিবার উপজেলার ফয়লাহাটে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন, শেখ আব্দুল আজিজ বাবু, ফকির শাহাদাৎ হোসেন, শেখ আব্দুল¬াহ আজমি, সরদার মাহাফুজুল হক , তালুকদার বদিউজ্জামান মিনা, এনামুল হক প্রিন্স, মাহমুদ হাসান প্রমুখ।
শালিখা (মাগুরা) সংবাদদাতা জানান, নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার শালিখায় বিােভ মিছিল করায় বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ৷ আটক নেতাকর্মীরা হলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আনিছুর রহমান মিল্টন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সাফায়েতহাসেন, যুবনেতা মনি সরদার, লিটন মজুমদার,স্বে”ছাসেবক দলের সদস্য সচিব গোলাম কিবরিয়াসহ ১৩ জন ৷ তাদেরকে এই ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করায় উপজেলা বিএনপি, যুবদল ,ছাত্রদল ও স্বে”ছাসেবক দলের প থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে। বিএনপির নেতার্কীরা সাংবাদিকদের বলেন,বর্তমান সরকার তেল, গ্যাসসহ নানা দ্রব্যমূল্যের বৃদ্ধি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। বাজারে দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। এই ঘটনার প্রতিবাদ করতে দেশ জুড়ে বিােভ মিছিল করে বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্কীরা৷ বিভে মিছিলে এতো মানুষের সমাগম দেখ সরকার ভয় পেয়ে এসব নেতার্কীকে গ্রেফতার করেছে।


কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, চাল ডাল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীর দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে কোটচাঁদপুর বিএনপি শনিবার বাজার চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। শহরের পৌর বিএনপির অফিস চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য আবু বকর বিশ্বাস। বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি সালাউদ্দীন বুলবুল সিডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর- রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, যুবনেতা আশরাফুজ্জামান খান মুকুল, স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুর রহমান, ডিপ্লু,ছাত্রনেতা লিয়ন প্রমুখ।


ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা সদরের জাকারিয়া সুপার মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক কুদরতে আমীর এজাজ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাহাত আলী লাচ্চু, নাদিমুজামান জনি, শেখ মতিয়ার রহমান বাচ্চু, গাজী আব্দুল হালিম, শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, শেখ দিদারুল ইসলাম দিদার, এফ এম জহিরুল হক, শেখ শাহিনুর রহমান, অরুন কুমার গোলদার, জি এম আমানউল্লাহ, সরদার আব্দুল মালেক, শেখ ফরহাদ হোসেন, মশিউর রহমান, শাহিনুর রহমান, শেখ হেলাল উদ্দিন, আলফাজ ফারাজী, মাস্টার আমিরুল ইসলাম, মাহাবুর রহমান, আজমল হুদা, উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ, মোল্ল্যা মশিউর রহমান, দেলোয়ার হোসেন, মাস্টার আইযুব আলী, অ্যাড, মশিউর রহমান, আহম্মদ আলী ফকির, শহিদুল মোড়ল, হেমায়েত রশিদ, আব্দুস সালাম মহলদার, শাহাদাৎ হোসেন, ছালাম শেখ, সরদার দৌলত হোসেন, গাজী মোনায়েম হোসেন, জিয়াাউর রহমান জীবন প্রমুখ।