বাঘারপাড়ায় আগুনে পুড়েছে দিনমজুর আলামিনের ঘর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার ধূপখালী আগুনে এক দিনমজুরের তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃস্পতিবার রাত সাড়ে ১১টায় ওই গ্রামের দিনমজুর আলামিন মোল্লার বসতঘর, গোয়ালঘর ও রান্না ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আলামিন মোল্লার সবকিছু পুড়ে ছাই। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাড়ির মালিক জানান, ‘গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয় পরে বিদ্যুৎ এর সংস্পর্শে গেলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমার বসত ঘরসহ আরও দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে থাকা ছাড়া আর কোন জায়গা নেই।’
সূত্র জানায়, বৃস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের ঘরগুলিতে ছড়িয়ে পড়ে। বাঘারপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গোয়াল ঘরের মশা তাড়ানোর জন্যে ব্যবহৃত আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।