যশোরে ফায়ার এস্টিংগুইশার বিস্ফোরণে সাবেক ফায়ারম্যানের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে ফায়ার এস্টিংগুইশার বিস্ফোরণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক ফায়ারম্যানের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের ঘোপ নওয়াপাড়া রোডে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম। নিহত আনোয়ারুল ইসলাম (৮০) একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ফায়ার সার্ভিস থেকে অবসর নেওয়ার পর ফায়ার এস্টিংগুইশারের ব্যবসা করছিলেন। মারুফ এন্টারপ্রাইজ নামে তার একটি দোকান রয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, “ফায়ার এস্টিংগুইশার স্থানান্তরের সময় এই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি বলে জানান ওসি। এবং বলেন, বিশেষজ্ঞরা এ বিষয়ে বলতে প্রাবেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আব্দুর রশিদ বলেন, “সকাল পৌনে ১০টার দিকে বিস্ফোরণের আঘাত নিয়ে আনোয়ারুল ইসলামকে হাসপাতালে আনা হয়। এ সময় তিনি মৃত ছিলেন।“ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যশোরের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বলেন, “আকস্মিকভাবে ফায়ার এস্টিংগুইশার বিস্ফোরণের আশঙ্কা নেই। সাধারণত গ্যাস ভরার (রিফিল) সময় চাপ নিয়ন্ত্রণের হেরফের হলে বিস্ফোরণ ঘটতে পারে। “ফায়ার সার্ভিসের কর্মীরা এ কাজে প্রশিক্ষণপ্রাপ্ত থাকেন। আনোয়ারুল ইসলামের মৃত্যুর ঘটনায় এমন কোনো কারণ ছিল কি-না তা খতিয়ে দেখতে হবে।” ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও বলেন, “গ্যাস রিফিল করতে অনুমোদন নিতে হয়। যশোরে জননী এন্টারপ্রাইজ নামে একটি মাত্র প্রতিষ্ঠানের এ অনুমোদন রয়েছে। বাড়িতে বসে এ ধরনের কাজ ন্যায়সঙ্গত নয়।” তবে নিহত আনোয়ারুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম অপু বলেন, তার বাবা বাড়িতে গ্যাস রিফিল করছিলেন না; স্থানান্তরের সময় বিস্ফোরণ ঘটে।