জনবল সংকটে ব্যাহত পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম

0

বিএম আসাদ ॥ যশোর পরিবার পরিকল্পনা বিভাগে রয়েছে জনবলের ব্যাপক সংকট। জেলা কার্যালয়ে উপপরিচালক, সহকারী পরিচালকসহ ৪টি শূন্য রয়েছে ১৮টি পদের মধ্যে মাঠ পর্যায়ে অবস্থা আরো ভয়াবহ। ১ হাজার ৭৩টি পদের মধ্যে ২শ ৯৭টি পদে কোন জনবল নেই। এর ভেতর উপসহকারী কমিউনিটি ৭৬টি পদের মধ্যে ৩৭টি পদ শূন্য রয়েছে। পরিবার কল্যাণ পরিদর্শিকার ১শ ৫টি পদের মধ্যে ৩৯টি পরিবার পরিকল্পনা পরিদর্শকের ৯১টি পদের মধ্যে ১৫টি পরিবার কল্যাণ সহকারীর ৪শ ৯৫টি পদের মধ্যে ১শ ২৩টি পদ শূন্য রয়েছে। অন্যান্য পদেও রয়েছে একাধিক শূন্য পদ। যারা জন্মনিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ করে থাকেন। এ নাজুক পরিস্থিতির মধ্যে পড়ে যশোরে জন্মনিয়ন্ত্রণ ও পরিবার কল্যাণ সেবা শতভাগে উন্নীত হচ্ছে না। ২০২০ সালে এ জেলার মোট জনসংখ্যা ২৯ লাখ ৯২ হাজার ২শ ৮ জনে এসে দাঁড়িয়েছে। যার মধ্যে ১৫ লাখ ২৫ হাজার ১শ ৭৫ জন পুরুষ ও ১৪ লাখ ৬৭ হাজার ৩৩ জন মহিলা। জেলার ২৫৮৪ দশমিক ২৯ বর্গকিলোমিটার আয়তনে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যা ঘনত্ব ১ হাজার ১শ ৫৮ জন। ৬ লাখ ১৫ হাজার ১শ ৯২ জন সক্ষম দম্পতির ভেতর পরিবার কল্যাণ সেবা গ্রহণকারীর সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৩শ ৪৩ জন। স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা শূন্য দশমিক ৫৭ ভাগ (০.৫৭%), স্থুল জন্মহার প্রতি হাজারে ৭ দশমিক ৯১ জন,মাতৃ মৃত্যুহার প্রতি হাজারে ১ দশমিক ২ জন ও শিশু মৃত্যু হার প্রতি হাজারে ৩৩ জন।