কোহলির শততম টেস্টে দর্শকের ব্যবস্থা করে দিলেন সৌরভ!

0

লোকসমাজ ডেস্ক॥ বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার ইস্যুতে বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলির সঙ্গে বেশ মন কষাকষির খবর পাওয়া গিয়েছিল। দুজনের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে, এমনটাই ধরে নিয়েছিলেন অনেকে। তবে দলের কথা ভেবে কঠিন সিদ্ধান্ত নিলেও কোহলির প্রতি আত্মনিবেদন এবং দেশের হয়ে অর্জনকে একেবারেই পাশ কাটিয়ে যাচ্ছেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ৪ মার্চ মোহালির পিসিএ আইএস বিন্দ্র স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টটি দর্শকশূন্য স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচটি কোহলির শততম টেস্ট হওয়ায় বিধিনিষেধ শিথিল করলেন সৌরভ। সরকারি নিয়ম মেনে ধারণক্ষমতার অর্ধেক দর্শক মাঠে বসে যাতে খেলা দেখতে পারে, সেই ব্যবস্থা করে দিচ্ছেন তিনি।
সংবাদ সংস্থা ‘এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সভাপতি বলেছেন, ‘কোহলির শততম টেস্টে কোনো বিধিনিষেধ থাকবে না। আমি নিজে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিসিএ) সভাপতি রাজিন্দর গুপ্তার সঙ্গে কথা বলেছি। মোহালি টেস্টে দর্শক থাকার ব্যাপারে তিনি (রাজিন্দর) আমাকে আশ্বস্ত করেছেন।’ সৌরভের বক্তব্যের পরপরই পিসিএ কোষাধ্যক্ষ আরপি সিংলা ‘এএনআই’কে জানিয়েছেন, ধারণক্ষমতার অর্ধেক দর্শক মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে। বিসিসিআই সচিব জয় শাহও এই সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জয়ের ভাষ্য, ‘আমি তার (কোহলি) শততম টেস্ট দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তার জন্য শুভকামনা রইলো। আশা করি, সে ভারতের জার্সিতে ভবিষ্যতে অনেক ম্যাচ খেলবে।’ মোহালি টেস্টের আগ পর্যন্ত ৯৯ টেস্ট খেলে ৫০.৩৯ গড়ে কোহলির ব্যাট থেকে এসেছে ৭৯৬২ রান। করেছেন ২৭টি সেঞ্চুরি, যার ৭টিই রূপ দিয়েছেন ডাবলে। তবে ইদানীং টেস্টে তার সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে না। দুই বছর ধরে সেঞ্চুরি না পাওয়া কোহলি স্বাভাবিকভাবেই চাইবেন শততম টেস্টকে নিজের মত করে রাঙাতে।