রূপদিয়া বাজারের মার্কেট না ভাঙার দাবিতে স্মারকলিপি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারের হাটচান্নী উপজেলার রূপদিয়া বাজারের হাটচান্নী কাপুড়িয়াপট্টি মার্কেটটি না ভাঙ্গার দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার হাটচান্নী বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা বলেন, রূপদিয়া মৌজার আরএস ১ নম্বর দাগ ও ২২২ নম্বর খতিয়ানে হাটের জমিতে ৪০ থেকে ৪৫টি দোকানঘর অবস্থিত। যার মধ্যে ৮ থেকে ১০টি দোকান ডিসিআরভুক্ত। সেখানে ৪০টিরও বেশি দোকান স্থাপন করে ৬০ বছরের অধিক সময় ধরে ব্যবসায়ীরা জীবিকা নির্বাহ করে আসছে। সম্প্রতি নরেন্দ্রপুর ভূমি অফিস দোকানগুলো উচ্ছেদের জন্যে একটি বিজ্ঞপ্তি প্রদান করে। করোনাকালে তারা কোন রকম পরিবার পরিজন নিয়ে বেঁচে আছেন। এমতাবস্থায় সেখান থেকে দোকান ঘর উচ্ছেদ করা হলে তাদের রাস্তায় নামতে হবে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি ইস্রাফিল বিশ্বাস, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।