মোরেলগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের প্রত্যায়ন না দেওয়ার অভিযোগ

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের অর্ধ শতাধিক সুন্দরবনের জেলে উৎকোচ না দেয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে প্রত্যায়ন পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে জিউধরা বাজারে শুক্রবার দুপুরে বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছেন জেলেরা।
জানা গেছে, জিউধরা ৮ ও ৯ নং ওয়ার্ডের সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদের সরকারি সহযোগিতা দেওয়ার সুবিধার্থে জিউধরা ফরেস্ট ক্যাম্প (বনবিভাগ) থেকে ইউনিয়ন পরিষদের প্রত্যায়নপত্র জমা দিতে বলা হয়। আর এ জন্য প্রত্যায়নপত্র সংগ্রহের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দ্বারস্থ হন জেলেরা। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে প্রতিটি প্রত্যায়নপত্রের বিনিময়ে ৫শ টাকা করে উৎকোচ দাবি করা হয়। অনেক জেলে ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকে যথারীতি প্রত্যায়নপত্র প্রস্তÍুত করেন। পরে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুর স্বাক্ষর করাতে গিয়ে বিপাকে পড়েন জেলেরা। এ সময় যারা টাকা দিতে পেরেছেন তাদেরই প্রত্যায়নপত্রে স্বাক্ষর দেওয়া হয়। অর্ধ শতাধিক জেলে টাকা দিতে না পেরে স্বাক্ষরবিহীন প্রত্যায়ন নিয়ে বাড়ি ফিরে গেছেন। প্রত্যায়নপত্র গ্রহণকারী জেলে আব্দুল বারেক হাওলাদার, রোকন উদ্দিন খান, শুকুর হাওলাদার জানান, তারা প্রত্যেকেই ৫শ টাকা করে দিয়ে চেয়ারম্যানের কাছ থেকে প্রত্যায়নপত্র গ্রহণ করেছেন। জেলে লোকমান শেখ জানান, প্রত্যায়নপত্র স্বাক্ষর করাতে গেলে চেয়ারম্যান তার আইডি কার্ডের ফটোকপিতে সত্যায়িত সিল স্বাক্ষরও করেন, কিন্তু টাকা দিতে না পারায় তার প্রত্যায়নপত্রে স্বাক্ষর করেননি। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল রহিম বাচ্চু বলেন, প্রকৃত জেলেদের প্রত্যায়ন দেওয়া হয়েছে। যারা প্রকৃত জেলে নয় তাদের প্রত্যায়ন দেওয়া হয়নি। অর্থ কিংবা উৎকোচ গ্রহণের প্রশ্নই ওঠে না। একটি নির্বাচনী প্রতিপক্ষ তাকে হেয় প্রতিপন্ন করার জন্য অপচেষ্টা চালাচ্ছে।