যশোর ফল ব্যবসায়ী কল্যাণ সমিতির কর্মকর্তাদের শপথ গ্রহণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ফল ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতারা শপথ গ্রহণ করেছেন। গতকাল বিকেলে শহরের পুরাতন বাসটার্মিনাল কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা। এ সময় শপথ গ্রহণ করেন বারবার নির্বাচিত সভাপতি এসএম সাইফুল আলম লিটন, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চুন্নু, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান গাজী, দপ্তর সম্পাদক মাজেদ মোল্লা, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান মফিজ, কোষাধ্যক্ষ মো. শামীম, নির্বাহী সদস্য একেএম রওশন জাভেদ ও মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও আসিকুজ্জামান।