নওয়াপাড়া সরকারি কলেজের উদ্যোগে দরিদ্র কৃষকের ক্ষেতের ধান কর্তন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর ॥ যশোর অভয়নগরের নওয়াপাড়া সরকারি কলেজের উদ্যোগে স্বেচ্ছায় চলিশিয়া চারাবটতলা গ্রামের দরিদ্র চাষি শহিদুল বিশ্বাসের এক বিঘা জমির পাকা ধান কেটে দিয়ে সহযোগিতা করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেনের নেতৃত্বে কলেজের অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মিলে ওই জমির ধান কেটে দেন। বর্গাচাষি শহিদুল বিশ্বাস জানান, ‘করোনাকালে বোর্ড চেয়ারম্যানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা আমার জমির পাকা ধান কেটে দেবেন, এটা আমি ভাবতে পারিনি। ধান কেটে দেয়ায় আমি অত্যন্ত খুশি হয়েছি।’ কলেজের অধ্যক্ষ রবিউল হাসান জানান, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের ইচ্ছায় আমরা গরীব কৃষক শহিদুল বিশ^াসের ক্ষেতের ধান কেটে দিতে পেরেছি। এ জন্য আমরা আনন্দিত।’