ফুলতলায় আমির খসরু মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা॥ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে খুলনায় যাওয়ার পথে সোমবার সকালে ফুলতলার বেজেরডাঙ্গা বাস স্ট্যান্ডে স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুলকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম সরদার, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, মনির হাসান টিটো, শেখ আঃ হালিম, সরদার আঃ হালিম, সাব্বির আহম্মেদ রানা, টিটো জমাদ্দার, ইউসুফ রানা, আল আমিন সানা, ফয়সাল আহম্মেদ, মাহমুদুর রহমান চয়ন, শেখ নজরুল ইসলাম, আলমগীর হোসেন শেখ, ইব্রাহিম সরদার, খান আফতাব আহমেদ বিদ্যুৎ, পিন্টু জমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।