যশোরে টিকা লক্ষ্যপূরণ

0

বিএম আসাদ ॥ যশোরে করোনা প্রতিরোধ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছে। সাড়ে ২২ লাখ মানুষকে টিকা দানের লক্ষ্য থাকলেও গতকাল পর্যন্ত ২৩ লাখ ৫৩ হাজার জনকে প্রথম ডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। শুধু গতকালই ৩৬০টি টিকা কেন্দ্রে ১ লাখ ২০ হাজার জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। গণটিকার বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এ টিকা দেওয়া হয়। যশোর জেলায় এদিন টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ডোজ।


সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানে জানানো হয়েছে, নিয়মিত টিকাদান কেন্দ্রের পাশাপাশি শনিবার যশোর জেলায় ৩শ’ ৬০টি টিকাদান কেন্দ্রে লোকজনকে করোনা টিকা প্রদান করা হয়েছে। প্রথম ডোজ করোনা টিকা প্রদানের কার্যক্রম শেষ করার জন্য এদিন গণটিকা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ৯২টি ইউনিয়নের প্রত্যেকটিতে ৩টি করে (সাবেক পুরনো ওয়ার্ড) ৩শ’ ২৭টি ওয়ার্ড, ৮টি পৌরসভার ৯টি করে ৭২টি ওয়ার্ড, ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিএমএইচ, পুলিশ লাইন হাসপাতাল, পৌর কমিউনিটি সেন্টার ও বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট কেন্দ্রে করোনা টিকা প্রদান করা হয়েছে। যার সংখ্যা ১ লাখ ২০ হাজারের বেশি। বয়স্ক নর-নারীর পাশাপাশি ১২ বছর থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থী ও কিশোর-কিশোরীকে এ দিন টিকা দেয়া হয়েছে। যাদের নিবন্ধন নেই তাদের নাম ও মোবাইল ফোন নম্বর নিয়ে টিকা কার্ডের মাধ্যমে করোনা টিকা প্রদান করা হয়েছে। কিশোর-কিশোরী ও বয়স্ক নর-নারীর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে করোনা টিকা গ্রহণ করেন। যশোর পৌরসভার পৌর কমিউনিটি সেন্টারে বাদপড়া শিক্ষার্থী ১২ বছর থেকে ১৮ বছর বয়সী মোট ১ হাজার ৪শ’ ৯৪ জন কিশোর-কিশোরী এবং বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট স্কুলে ৫ হাজার ২শ’ ১০ জনকে টিকা দেয়া হয়েছে।


সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, যশোর ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ডোজ করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ২২ লাখ ৫০ হাজার ডোজ। যার শতকরা হার ছিল ৮৫ শতাংশ। গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ২২ লাখ ৩৩ হাজার ২শ’ ৯৬ জনকে। দ্বিতীয় ডোজ ১৬ লাখ ৭০ হাজার ৩শ’ ৮৮ ও ৮৬ হাজার ৯শ’ ৩৬ জনকে বুস্টার ডোজ টিকা দেয়া হয়েছে। সূত্র জানিয়েছে, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত শতকরা হার অনুযায়ী ৬৬ শতাংশ লোককে করোনা প্রতিষেধক টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। প্রথম ডোজ টিকার লক্ষ্যমাত্রা পূরণ করতে বাকি ছিল ৯ শতাংশ। কাল গণটিকা কর্মসূচি চলাকালে ১ লাখ ২০ হাজারের বেশি সংখ্যক লোককে টিকা প্রদান করায় টিকার ডোজ প্রদানের সংখ্যা ২৩ লাখ ৫৩ হাজার দাঁড়িয়েছে। এতে করে নির্ধারিত ৭৫শ শতাংশ অতিক্রম করেছে। সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস দৈনিক লোকসমাজকে জানিয়েছেন, গতকাল ২৫ ফেব্রুয়ারি তাদের ১ম ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার। সেখানে ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আরও দু’টি উপজেলার ফলাফল এখনো হাতে পায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস।