শৈলকুপায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগে মানববন্ধন-বিক্ষোভ

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার রাস্তার কাজে অনিয়মের অভিযোগ এনে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন। মঙ্গলবার সকালে শৈলকুপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাতগাছি এলাকার বাসিন্দারা সাতগাছি ব্রিজ মোড়ে ওই মানববন্ধন ও বিক্ষোভ করেন। পৌর এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভে গ্রামের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে তারা দাবি করেন, পৌরসভার অবহেলিত সাতগাছি গ্রামের ভেতর দিয়ে দীর্ঘদিনের কাঙ্খিত সড়কের পাকাকরণ কাজ শুরু হলেও নিন্মমানের খোয়া ও ইট-বালি ব্যবহার করা হয়েছে। রাস্তার দু’পাশে পর্যাপ্ত এজিং করা হয়নি। পাশে মাটি না দেয়ায় বর্ষা মৌসুমে রাস্তা ভেঙ্গে পড়বে বলে তাদের অভিযোগ।
মানববন্ধন ও বিক্ষোভ প্রসঙ্গে ঠিকাদার সাবের হোসেন জানান, সড়কটির কাজ চলমান। মাটির কাজ ও পাইলিং হবে। উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল এসব করছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, তাদের দপ্তরে কোন ধরনের খোঁজখবর না করেই কিছু মানুষ এমনটি করছেন। যতটুকু কাজ হয়েছে তা মানসম্মত বলে তিনি দাবি করেন।