রাশিয়ার ‘ডার্টি বোমা’ নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ইউক্রেন

0

লোকসমাজ ডেস্ক॥ ইউক্রেন সরকার রাশিয়ান এলাকায় ‘ডার্টি বোমা’র বিস্ফোরণ ঘটাতে চলেছে এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। খবর বিবিসি বাংলার। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সাম্প্রতিক কয়েকদিন ধরে এই সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যে তিনি এ বিষয়ে মুখ খুললেন। এক টুইট বার্তায় তিনি এই সম্ভাবনার কথাকে বিদ্রূপ করে বলেন, রাশিয়ার প্রচারণা মাত্রা ছাড়িয়ে গেছে। জানা গেছে, ডার্টি বোমা হল এমন ধরনের বোমা যেখানে সাধারণ বিস্ফোরকের সাথে তেজস্ক্রিয় পদার্থ মেশানো থাকে এবং এর বিস্ফোরণের সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ মারা যেতে পারে। শুক্রবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া প্রতিনিধিদের বলেন, আমরা চাই না ইউক্রেন ‘ডার্টি বোমা’ তৈরি করুক। ইতিহাসে ইউক্রেন একমাত্র রাষ্ট্র যারা স্বেচ্ছায় পারমাণবিক অস্ত্র-মুক্ত দেশ হয়েছে। ১৯৯৪ সালে ইউক্রেন রাশিয়া এবং পশ্চিমের দেশগুলোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তার বিনিমেয় প্রায় পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র এবং বোমার সম্ভার নষ্ট করে ফেলে।