দ্বিতীয় বিয়ে করায় স্বামীর বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় গত সোমবার স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন শাহানারা খাতুন শীলা নামে এক নারী। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তির নাম আক্তারুজ্জামান আক্তার (৪২)। তিনি চুয়াডাঙ্গা সদরের হানুর বাড়াদী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
যশোর সদর উপজেলার তেঘরি গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে শাহানারা খাতুন শীলার অভিযোগ, ২০১৪ সালের ২১ মার্চ আক্তারুজ্জামান আক্তারের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তার স্বামী বিভিন্ন সময়ে তাকে অত্যাচার নির্যাতন চালাতেন। এরপর তার স্বামী অনুমতি ছাড়া গোপনে গত ১৯ এপ্রিল শারমিন আক্তার নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। শারমিন আক্তার ঝিনাইদহ সদরের বেড়াই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। এর ফলে তার স্বামী ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ বিধান মতে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ কারণে তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।