চুয়াডাঙ্গার কুতুবপুর ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত এই চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। শপথ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমীন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া, আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সাধারণ স¤পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও সাংগঠনিক স¤পাদক মুন্সী আলমগীর হান্নান। উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।