যশোরে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ পুকুরে গোসল করতে গিয়ে রবি ঘোষ (১৫) নামের এক স্কুলছাত্র পানিতে ডুবে মারা গেছে। মৃত ব্যক্তির সৎকার শেষে বাড়ি ফেরার পথে সবার সাথে সেও গোসল করতে নামে। পরে তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শেখহাটি গ্রামে। নিহত রবি ঘোষ ওই এলাকার চিত্তঘোষের ছেলে এবং শেখহাটি মডেল একাডেমির ৮ম শ্রেণির ছাত্র। তার স্বজনরা জানান, মৃতের কাকা নিত্য ঘোষ জানিয়েছেন, অসুস্থ হয়ে বুধবার সকালে শেখহাটি গ্রামের মান্দারশীল (৫০) নামে এক ব্যক্তি মারা যান। সন্ধ্যায় স্থানীয় শ্মশানে তাকে সৎকার করার পর রবি ঘোষসহ ১০/১৫ জন বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে শেখহাটি পুকুরে গোসল করার সময় রবি ঘোষ পুকুরের পানির ভেতর ডুবে যায়। পরে অনেক খোঁজ করে তাকে উদ্ধার করে রাত ৭টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রবি ঘোষণকে মৃত ঘোষণা করেন। যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে গতকাল তার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ বাড়িতে নেয়া হয় এবং শ্মশানে তার সৎকার করা হয়।