ইউক্রেনে নামতে পারল না এয়ার ইন্ডিয়ার সেই বিমান

0

লোকসমাজ ডেস্ক॥ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এক টেলিভিশন বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দনবাস তথা ডোনেটস্ক ও লুহানস্কে সেনা অভিযানের ঘোষণা দেন। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এমন পরিস্থিতিতে আপাতত কোনো অসামরিক বিমান নামতে দেওয়া হবে না বলে জানিয়েছে ইউক্রেন। তাই মাঝপথ থেকেই ফিরে এলো এয়ার ইন্ডিয়ার বিমান। জানা গেছে, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরানো হচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমানে। কিন্তু কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলা শুরু হয়ে যাওয়ার পরই আকাশপথ বন্ধ করে দিয়েছে ইউক্রেন। এজন্য বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এয়ার ইন্ডিয়ার একটি বিমান সেখানে নামার অনুমতি না পেয়ে দিল্লিতে ফিরেছে।
-দ্য প্রিন্টের প্রতিবেদন