নড়াইলে দুর্নীতি মামলায় দণ্ডিত দুই জনের আত্মসমর্পণ

0

স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে হাটবাজার ও বাসটার্মিনাল ইজারায় দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালতের বিচারক। মঙ্গলবার সাজাপ্রাপ্ত আসামিদ্বয় যশোরের স্পেশাল জজ (জেলা জজ) আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মোহাম্মদ সামছুল হক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন-ইজারাদার রকিবুল ইসলাম ও জিল্লুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো. সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি দুদক’র দায়ের করা মামলার রায়ে একই আদালত হাট-বাজার ও বাসটার্মিনাল ইজারায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের দায়ে নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাসসহ ১১ জনকে পাঁচ বছর করে সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা করে অর্থদ- অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ-াদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি ইজারাদার রকিবুল ইসলাম, জিল্লুর রহমান ও ইয়াজুল হাসান বাবু অনুপস্থিত ছিলেন। মঙ্গলবার পলাতক ওই ৩ আসামির মধ্যে রকিবুল ইসলাম ও জিল্লুর রহমান আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।