যশোরে ভাষা শহীদদের প্রতি বিএনপির বিনম্র শ্রদ্ধা

0

স্টাফ রিপোর্টার ॥ ভাষা শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে যশোর জেলা বিএনপি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। একুশের প্রথম প্রহরে জেলা বিএনপি কার্যালয় থেকে দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে নেতৃবৃন্দ র‌্যালিসহকারে যশোর সরকারি এমএম কলেজ শহীদ মিনারে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রথমে অনিন্দ্য ইসলাম অমিত কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর জেলা বিএনপির পক্ষে দলের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া যশোর নগর বিএনপি, জেলা মহিলা দল, জেলা যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, জেলা ছাত্রদল, নগর ও সদর উপজেলা, যুবদল, ছাত্রদল, সরকারি এমএম কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান খান, নগর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগরের যুগ্ম আহ্বায়ক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, খায়রুল বাশার শাহীন, জেলা মহিলা দলের সভানেত্রী রশিদা রহমান, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ, সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল আহমেদ, সরকারি এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান প্রমুখ।