জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. সফিকুল ইসলামের বিরুদ্ধে সোমবার যশোরের আদালতে চেক ডিজঅনারের একটি মামলা দায়ের হয়েছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হালসানার ছেলে বর্তমানে যশোরে খোলাডাঙ্গার বাসিন্দা মো. আসাদুল হক এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন ইস্যুর আদেশ দিয়েছেন।
অভিযুক্ত মো. সফিকুল ইসলাম যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের মৃত কাদের মোড়লের ছেলে। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাশ) শাখার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদে কর্মরত। বাদী মো. আসাদুল হকের অভিযোগ, আসামি মো. সফিকুল ইসলামের সাথে তার দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক। চাকরি সুবাদে তার সাথে পরিচয়। বিশেষ প্রয়োজনে আসামি মো. সফিকুল ইসলাম ২০১৯ সালের ২৪ জানুয়ারি তার কাছ থেকে ১ লাখ টাকা ধার নেন। এরপর তিনি পাওনা টাকার জন্য বারবার তাগাদা দিলে আসামি মো. সফিকুল ইসলাম ২০২০ সালের ১০ আগস্ট তাকে ব্র্যাক ব্যাংকের যে কোনো শাখার অনুকূলে ১ লাখ টাকার একটি চেক প্রদান করেন। একই বছরের ৮ নভেম্বর তিনি চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দেন। কিন্তু অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার করা হয় ব্যাংক থেকে। বিষয়টি তিনি আসামি মো. সফিকুল ইসলামকে অবহিত করলেও তার পাওনা টাকা পরিশোধ করা হয়নি। এর প্রেক্ষিতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।