বেসরকারী জুট মিল শ্রমিকদের অনশন কর্মসূচি সফলের লক্ষে প্রস্তুতি সভা

0

শেখ বদরউদ্দিন ফুলবাড়ীগেট, (খুলনা)॥ বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি। মিল চালু ও শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় অনশন কর্মসূচি সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার সন্ধায় সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নে অনুষ্ঠিত হয়। বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন সংগঠনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা এম, এ ওয়াহেদ মুরাদ, আঃ ওহাব, আঃ ওয়াদুদ, মোঃ সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ বাবুল, লুৎফর, কাশেম, বিল্লাল মোড়ল,বিল্লাল শেখ, মোঃ কেসমত আলী, মোঃ আলাউদ্দিন, আবু তালেব, হোসেন প্রমুখ। সভা শেষে সোনালী জুট মিল এ্যাডহক কমিটি ও শ্রমিক নেতাদের উদ্যোগে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।