নাগরিক ঐক্য কী করতে পারে, দেখিয়ে দেবো: মান্না

0

লোকসমাজ ডেস্ক॥ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমরা রাস্তায় নামবো, সেভাবেই শক্ত হচ্ছি। দু-তিনটি দল একসঙ্গে নামবো, সময় আসছে। অনেকেই বলে থাকেন, নাগরিক ঐক্যের মতো ছোট দল কী করবে? আমরা দেখিয়ে দেবো, নাগরিক ঐক্য কী করতে পারে।’ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে নাগরিক ঐক্য একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কাদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে, তা তারা নিজেরাই ঠিক করে রেখেছেন। সেই সিলেক্টেড (মনোনীত) নামগুলো নিজেরা প্রস্তাব করেছেন। এখানে বাইরে থেকে কেউ নাম প্রস্তাব করেছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।’ তিনি বলেন, সরকার নানা বাহানায় ক্ষমতায় থাকতে চাইছে। আগেও তারা নানা বাহানা করেছে। এবারের বাহানা হলো নির্বাচন কমিশন।


মান্না আরও বলেন, ‘নির্বাচন কমিশন তো নির্বাচন করে না। নির্বাচন তো করেন ডিসি-এসপিরা। তাদের ঠিক করতে কত দিন লাগবে? অনেকেই বলবেন, ভাষা আন্দোলনের আলোচনার দিনে সালাম, রফিক, জব্বারদের কথা না বলে রাজনৈতিক কথা বলছেন।’ তিনি আরও বলেন, ‘দিল্লিতে গিয়ে মন্ত্রী বলেছেন, চীন টাকার ঝুলি নিয়ে রেডি আছে। ভারতের জয়শঙ্কর জবাব দিয়েছেন, এই টাকার ঝুলি নিয়ে অনেকেই দেউলিয়া হয়েছেন। তার মানে ঋণের ফাঁদ তৈরি হচ্ছে নাকি?’ আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর নাগরিক ঐক্য জনসভা করবে জানিয়ে মান্না বলেন, ‘নাগরিক ঐক্যের জনসভা করতে অনুমতি চাইতে পুলিশ কর্মকর্তাদের কাছে গেলাম। আগে তো তাকিয়েও দেখতেন না। এখন তারা একটু আন্তরিক হয়েছেন। এগুলো বলে দেয়, সরকারের অবস্থা খুব সুবিধার নয়।’