অভয়নগরে হিজড়া আলমগীর হত্যায় সোহানের স্বীকারোক্তি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার হিজড়া আলমগীর হাওলাদার হত্যা মামলায় আটক সোহান ইসলাম রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সোহান ইসলাম অভয়নগরের নওয়াপাড়া পাঁচকবর এলাকার মহিবুর ইসলামের ছেলে। এর আগে এ হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাগর মোল্যা নামে আরেক আসামি।
সোহান ইসলাম জানিয়েছেন, আলমগীর হিজড়া পেশায় একজন রঙমিস্ত্রি। ২০২১ সালের ২ মার্চ রাতে তারা ৩ জন মোবাইল ফোন করে আলমগীরকে ইয়াবা ট্যাবলেট নিয়ে এলাকার কবিরাজের বাগানে আসতে বলেন। পরে আলমগীর ইয়াবা নিয়ে এলে তারা এক সাথে সেবন করে। এরপর তাদের মধ্যে দুই জন জোর করে আলমগীরের সাথে শারীরিক সম্পর্ক করেছিলেন। বিষয়টি আলমগীর লোকজনকে জানিয়ে দেওয়ার ভয় দেখান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আলমগীরকে শ্বাসরোধে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২ মার্চ সন্ধ্যায় আলমগীর রঙ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বাজারে যান। কিন্তু রাতে বাড়ি ফিরে আসেননি। পরদিন সকালে এলাকার কবিরাজের বাগানের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় আলমগীরের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহতের মা আমেনা বেগম অভয়নগর থানায় হত্যা মামলা করেন।