র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

0

লোকসমাজ ডেস্ক॥ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ভারত। এ যাত্রায় তারা পেছনে ফেলেছে ইংল্যান্ডকে। আইসিসি প্রকাশিত সর্বশেষ পয়েন্ট টেবিলের সেরা পাঁচের মধ্যে আছে পাকিস্তান, নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম স্থানে আছে আফগানিস্তান। বাংলাদেশ আছে নবমে। আর শ্রীলঙ্কা দশম স্থানে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ভালো করে ভারতের সামনে সুযোগ ছিল ইংল্যান্ডকে পেছনে ফেলার। উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে সেই সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়েছে রোহিত শর্মা ও কোহলিরা।৩৯ ম্যাচ থেকে ভারতের রেটিং পয়েন্ট ২৬৯। সমান ম্যাচ থেকে ইংল্যান্ডের রেটিং পয়েন্টও সমান ২৬৯। কিন্তু পয়েন্টে এগিয়ে ভারত। ইংল্যান্ডের পয়েন্ট ১০,৪৭৪। ভারতের ১০,৪৮৪।
২০ ফেব্রুয়ারি প্রকাশিত আইসিসির সর্বশেষ পয়েন্ট টেবিল:
দেশ                    ম্যাচ                       রেটিং
ভারত                   ৩৯                        ২৬৯
ইংল্যান্ড                ৩৯                        ২৬৯
পাকিস্তান              ৪৬                        ২৬৬
নিউ জিল্যান্ড         ৩৮                        ২৫৫
দক্ষিণ আফ্রিকা      ৩৫                        ২৫৩
অস্ট্রেলিয়া            ৪৫                        ২৪৯
ওয়েস্ট ইন্ডিজ       ৪৫                        ২৩৫
আফগানিস্তান      ১৭                         ২৩২
বাংলাদেশ          ৩৭                         ২৩১
শ্রীলঙ্কা             ৩৫                         ২৩০