‘আগে দূর থেকে দেখতাম, এবার সরাসরি’

0

লোকসমাজ ডেস্ক॥ আজ ২১শে ফেব্রুয়ারি। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে ভোর থেকেই সর্বস্তরের মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে। শুধু এদেশীয় নন, ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বাইরের মানুষরাও এসেছেন। ডেনমার্ক থেকে মেয়ে ভিক্টোরিয়াকে নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে এসেছেন হেলেন। বাংলাদেশের শহিদ দিবস সম্পর্কে জানেন? এ প্রশ্নে গাল ভরা হাসিতে চারপাশ উদ্ভাসিত করে তোলেন হেলেন। তিনি বলেন, ‘অবশ্যই। আমি এখানে তোমাদের বীরদের শ্রদ্ধা জানাতে এসেছি। তোমাদের ভাষা আমার খুব পছন্দের। আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। তোমরা যেভাবে এই দিনে শহিদদের শ্রদ্ধা জানাও আমার খুব ভালো লাগে। আগে দূর থেকে দেখতাম, এবার সরাসরি দেখছি। বেশ ভালো লাগছে।’ শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে ছিলেন ভিক্টোরিয়া। তার কাছে প্রশ্ন ছিল, ভাষা আন্দোলন সম্পর্কে কিছু জানেন কিনা? ‘অবশ্যই জানি। ইউনেস্কো এই দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে। আজ আমি তোমাদের এই সুন্দর ভাষা দিবস উদযাপন করছি। এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমি গর্বিত বোধ করছি। তোমাদের দেশ সুন্দর, ভাষা সুন্দর, তোমাদের দেশের মানুষও সুন্দর মাশাল্লাহ’ বলেন উচ্ছ্বসিত ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া বলেন, ‘বাংলা ভাষা আমার খুবই পছন্দের। এর টোন চমৎকার। আমিও বাংলায় অল্প অল্প কথা বলতে পারি।’ এসময় তিনি ‘কেমন আছেন’; ‘আলহামদুলিল্লাহ’; ‘খুব সুন্দর’; ‘ইনশাআল্লাহ’; ‘মাশাল্লাহ’; ‘ঠিক আছে’; ‘ধন্যবাদ’ শব্দগুলো বাংলায় উচ্চারণ করে শোনান ভিক্টোরিয়া।