কলারোয়ায় রাস্তার পাশের গাছ কেটে নিচ্ছে চোরেরা

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় রাস্তার দুই ধার থেকে সরকারি গাছ কেটে নেওয়ার হিড়িক পড়েছে। গত কয়েক মাস যাবৎ এভাবে উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ রাস্তার পাশ থেকে এসব সরকারি গাছ রাতে কেটে কে বা কারা চুরি করে নিয়ে যাচ্ছে। রবিবার সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি রাস্তার পাশের ২টি বাবলা গাছ গত ১৭ ফেব্রুয়ারি রাতে কে বা কারা কেটে নিয়ে গেছে। স্থানীয়রা জানান, গাছগুলো রাস্তার পাশে সরকারি জায়গায় রোপণ করা হয়েছিল। এ বিষয়ে উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা ইউনুস আলী জানান,‘আমি গাছ কাটার ঘটনা জানতে পেরে সেখানে লোক পাঠিয়েছি এবং অনুসন্ধান চলছে। যেই গাছ কাটুক তাকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।