কলারোয়ার বিদ্যালয়ে কমিটি গঠন নিয়ে হামলা, আহত ৩

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সন্ত্রাসী হামলায় ৩ জন জখম হয়েছে। আহতদের কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিষয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। শনিবার বিকালে হামলায় আহত ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম জানান, গত ১৬ জানুয়ারি সকালে উপজেলার বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে প্রাক- প্রাথমিক আলোচনার জন্য তিনি সহ সকল সদস্য বৃন্দ স্কুলে উপস্থিত হন। এক পর্যায়ে ময়েন উদ্দীন, ভুট্টো লাল, ওবায়দুল্যাহ, আবুল কাশেম, জিয়া, আব্দুস সালাম, হাবিবুর রহমান, সাদ্দাম হোসেনসহ ১০/১২ জনের একটি দল দলব্ধ হয়ে সেখানে উপস্থিত হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে তারা তার উপর হামলা চালায়। এতে বাধা দিতে গিয়ে আহত হন বোয়ালিয়া গ্রামের মুনসুর আলীর ছেলে গোলাম হোসেন (৩৬) ও একই গ্রামের মৃত নুর বকস এর ছেলে মাহবুবর রহমান (৪৮)। এ ঘটনায় কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম বাদি হয়ে কলারোয়া থানায় ৮জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে বলে তিনি জানান।