চৌগাছায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধের চার দিন পর সুরুজ মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঁদবিলা গ্রামের বাসিন্দা। রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলের শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামিম আক্তার বলেন, বুধবার ভোরে তিনি আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা পরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বঙ্গবন্ধু মেডিকেলের শেখ হাসিনা বার্ণ ইউনিটে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তিনি মারা যান।