এবার সামরিক মহড়ার তদারকি করবেন পুতিন

0

লোকসমাজ ডেস্ক॥ ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই বড় একটি সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। শনিবারের ওই মহড়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই পর্যবেক্ষণ করবেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মহড়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ অন্তর্ভুক্ত থাকবে। তাছাড়া দক্ষিণ সামরিক জেলার বিমান বাহিনীর পাশাপাশি উত্তর ও কৃষ্ণ সাগরের বাহিনীও এতে অংশ নেবে। মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠককালে বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো জানান, শনিবারের মহড়া দেখতে তিনিও উপস্থিত থাকবেন। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেন, যেকোনো দিন রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে। গত কয়েক সপ্তাহে ইউক্রেন সীমান্তে রাশিয়া আনুমানিক এক লাখ ৫০ হাজার সেনা মোতায়েন করে। এ বিষয়েই পশ্চিমাদেশগুলো নজর রাখছে। তবে রাশিয়া শুরু থেকেই জানিয়ে আসছে কিয়েভে আগ্রাসন চালানো হবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, শনিবারের মহড়া নিয়ে রাশিয়া খুবই স্বচ্ছ অবস্থানে রয়েছে। এতে উদ্বেগের কোনো কারণ নেই। তাছাড়া গুরুত্বপূর্ণ মহড়াটিতে পুতিনের ব্যাপক ভূমিকা রয়েছে বলেও জানান তিনি। এদিকে ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া কিছু সেনাকে ঘাঁটিতে ফিরিয়ে নিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। কিন্তু ন্যাটোর পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইউক্রেন সীমান্তে সেনা সংখ্যা আরও বাড়াচ্ছে রাশিয়া। রাশিয়া সেনা প্রত্যাহারে কথা জানালেও এখন ন্যাটোর পক্ষ থেকে ভিন্ন তথ্য জানানো হচ্ছে।