অভয়নগরে মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খানম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন প্রমুখ। সভায় মতামত প্রকাশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, শিক্ষক নূর আলম, বিভা’র নির্বাহী পরিচালক সুকুমার ঘোষ, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য জাকির হোসেন হৃদয় ও রকিবুল ইসলাম রুবেল।