একুশ আমার অহঙ্কার

0

স্টাফ রিপোর্টার ॥ ১৭ ফেব্রুয়ারি ১৯৫২। ভাষা আন্দোলন চলাকালে পাকিস্তানি মিলিটারি বাহিনীর হাতে আটক হয়ে জেলবন্দি থাকা রাজবন্দিরা মুক্তির আরেক সংগ্রাম শুরু করেন। আওয়ামী মুসলীম লীগের যুগ্ম সম্পাদক শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ দুদিন ধরে অনশন ধর্মঘট পালন করতে থাকেন। রাজবন্দিরা রাজপথে থাকা ভাষা আন্দোলনের নেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। তারা জেল থেকে যুক্ত হয়ে রাজপথে না ফেরা পর্যন্ত এ অনশন চালিয়ে যাবেন বলে পাকিস্তানি শাসক গোষ্ঠীকে জানিয়ে দেন। এতে জেলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তানি প্রশাসকরা হিমশিম খেতে থাকেন। বাইরের মত জেলের ভেতর আন্দোলনের জোয়ার ওঠে। বায়ান্নর এই দিনে নতুন ফন্দি আটে পাকিস্তানিরা। অনশনরত শেখ মুজিবুর রহমানকে নিয়ে বৈঠকে বসেন পাকিস্তানি প্রশাসকরা।