বস্তিবাসীকে ফ্ল্যাট বুঝিয়ে দিতে চসিক মেয়রকে লিগ্যাল নোটিশ

0

লোকসমাজ ডেস্ক॥ বস্তিবাসীর জন্য তৈরি করা ফ্ল্যাট তাদের বুঝিয়ে দিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট চারজনকে লিগ্যাল (আইনি) নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্য ফ্ল্যাট বুঝিয়ে দিতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বস্তিবাসীর প্রতিনিধি রমজান আলীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. ইমতিয়াজ ফারুক এই নোটিশ পাঠান। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী নিজেই। এর আগে গত ২৯ জানুয়ারি ‘ফ্ল্যাটের জন্য টাকা দিয়ে পাহাড়ে বসবাস’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনে বলা হয়, পাহাড়ের ঢালুতে ঝুঁকিতে বসবাসকারী দিনমজুর, ভিক্ষুক ও ছিন্নমূল গরিব মানুষের জন্য ঘর করে দিতে চট্টগ্রাম সিটি করপোরেশন সাত তলা ভবন বানিয়েছে সাত বছর আগে। নিম্ন আয়ের ১৬১টি পরিবারকে পুনর্বাসনে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে এই প্রকল্প হয়। ফ্ল্যাট দেবে বলে ২০১৩ সালে তাদের পাহাড় থেকে উচ্ছেদ করা হয়। এ জন্য নেওয়া হয় ১০ হাজার করে টাকা। কিন্তু এখনো সেই ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি সিটি করপোরেশন।
প্রতিবেদনে বলা হয়, সিটি করপোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী আড়াইশ’ বর্গফুট আয়তনের এসব ফ্ল্যাট পেতে বস্তিবাসীকে মাসে দুই হাজার টাকা দেওয়ার কথা। সেই হিসেবে ১৫ বছরে ফ্ল্যাটের নির্ধারিত মূল্য সাড়ে সাত লাখ টাকার পুরোটাই পরিশোধ হবে। এরপর থেকে ফ্ল্যাটের মালিক হবেন বরাদ্দপ্রাপ্তরা। এ জন্য ৩৩ পরিবার থেকে এককালীন অগ্রিম টাকা নেওয়া হয়। কিন্তু প্রকল্প শেষে সেই ভবন গরিবদের না দিয়ে সিটি করপোরেশন কার্যালয় হিসেবে ব্যবহার করছে।