অভয়নগরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকার একজন ব্যবসায়ীকে চাঁদা না পেয়ে মারধরের অভিযোগে সোমবার আদালতে মামলা হয়েছে। আব্দুস সালাম লিটন নামে ভুক্তভোগী ওই ব্যবসায়ী ৩ জনকে আসামি করে মামলাটি করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন-প্রেমবাগের মৃত মোশারফ মীনার ছেলে নাছির উদ্দীন মীনা ও আজিম উদ্দীন মীনা এবং মৃত সামছুর মীনার ছেলে মশিয়ার মীনা। মামলার বিবরণে জানা গেছে, ব্যবসায়ী আব্দুস সালাম লিটনের প্রেমবাগ স্কুল বাজার এলাকায় এসডি ট্রেডার্স ও এসডি স্টোর নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বেশ কিছুদিন ধরে উল্লিখিত আসামিরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত ১ ফেব্রুয়ারি রাতে আসামিরা এসডি স্টোরে গিয়ে ২ লাখ টাকা চাঁদার জন্য ব্যবসায়ী লিটনকে খুন-জখমের হুমকি দেন। এরপর গত ১০ ফেব্রুয়ারি সকালে আসামিরা তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদার টাকা না পেয়ে তাকে মারধর করেন। এছাড়া তারা ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ভাঙচুর এবং ক্যাশে থাকা ৬৩ হাজার টাকা লুট করে নিয়ে যান।