পাইকগাছায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ৫ একর সম্পত্তি উদ্ধার

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ৫ একর সরকারি সম্পত্তি উদ্ধার করলেন ইউ,এন,ও মমতাজ বেগম। টানিয়ে দিলেন লাল পতাকা। উপজেলার লস্কর ইউনিয়নের কড়ুলিয়া মৌজায় কতিপয় ব্যক্তি ৫ একর সরকারী সম্পত্তি বেঁধে জবর দখলের চেষ্টা করে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম তা উদ্ধারের জন্য নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেনকে উচ্ছেদের নির্দেশ দেন। তিনি আনসার সদস্য রাকিব, আমিনুল ও জাহাঙ্গীরদের সাথে নিয়ে অভিযান চালিয়ে তা উদ্ধার করেন। টানিয়ে দেন লাল পতাকা। লস্কর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মীর রেজওয়ান আলী জানান, লস্কর ইউনিয়নের কড়ুলিয়া মৌজার লস্করের এয়াকুব্বর খা ২ একর,জাহান বকস খা ১ একর,খালেক সরদার ৬৬ শতক ও ইউনুছ আলী খা ৫০ শতক জমি জবর দখল করতে থাকে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে তিনি আনছার ভিডিপি কর্মকর্তাকে দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করার কোন সুযোগ নেই। আমরা মাইকিং করে বিষয়টি সর্বসাধারণকে জানিয়ে দিয়েছি। অবৈধ দখলদার যেই হোক প্রশাসনের পক্ষ থেকে কোনরূপ ছাড় দেওয়া হবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।