ফকিরহাটে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা) মাহফিল অনুষ্ঠিত

0

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ।। বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা মডেল মসজিদের হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মাও. এবিএম তৈয়াবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল আলা মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাও. রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির এডভোকেট মাও. আব্দুল ওয়াদুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মোরশেদ আলম, জানায়াত নেতা অধ্যক্ষ মাও. নুরুল ইসলাম, অধ্যাপক ফরহাদ হোসেন, অধ্যাপক মোফাজ্জল হায়দার, জাহাঙ্গীর হোসেন, হাফেজ কামারুজ্জামান, হাফেজ নাজমুল হাসান, আবু আইয়ুব আনছারী, মাও. এম আব্দুল্লাহ, হাফেজ মো. আব্দুস সামাদ, মো. ফরহাদ হোসেন প্রমুখ