‘পালাতে চান শেহবাজ শরীফ ও মরিয়ম নওয়াজ’

0

লোকসমাজ ডেস্ক॥ দেশ ছেড়ে পালাতে চাইছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রেসিডেন্ট শেহবাজ শরীফ ও ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। কিন্তু তারা যে অর্থ লুট করেছেন তা ফেরত না দেয়া পর্যন্ত তাদেরকে পালাতে দেয়া হবে না। এ মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ হোসেন। বুধবার তিনি বলেছেন, শেহবাজ ও তার ভাতিজি মরিয়ম নওয়াজ প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নাটক সাজিয়েছে। এটা তাদের দেশ ছেড়ে পালানোর তৎপরতা ছাড়া আর কিছু নয়। তথ্যমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে তারা পালিয়ে বিদেশে চলে যাওয়ার সুযোগ চাইছেন। কিন্তু যতক্ষণ তারা জনগণের লুট করা অর্থ ফেরত না দেবেন, ততক্ষণ তারা দেশ ছেড়ে পালাতে পারবেন না। সিনিয়র সাংবাদিক রহিমুল্লাহ ইউসুফজাই এবং ডেইলি ফ্রন্টিয়ার স্টারের প্রধান সম্পাদক প্রফেসর ড. হাফিজ সানাউল্লাহ স্মরণে পেশোয়ার প্রেসক্লাবে বক্তব্যে এসব কথা বলেন ফাওয়াদ হোসেন। এ খবর দিয়ে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, বিরোধীদের ব্যঙ্গ করে তিনি বলেন, তারা রাজনৈতিক বামনে পরিণত হয়েছে। তারা বড় আর্থ-সামাজিক ইস্যুগুলো নিয়ে গবেষণা করে না। তারা আসলে ভুয়া খবরের উৎসে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, পিপিপি এবং পিএমএল-এন যখন ১০ বছর ক্ষমতায় ছিল, সেই সময়কালে তারা ২৩ ট্রিলিয়ন রুপি ঋণ নিয়েছে। দেশ প্রবেশ করেছিল এক অন্ধকার দশকে। তিনি বলেন, ১৯৪৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ৬ ট্রিলিয়ন রুপি ঋণ নেয়া হয়েছে। তা ব্যবহার করা হয়েছে ইসলামাবাদের অবকাঠামো নির্মাণে, গোয়াদ্বারের জন্য, সামরিক বাহিনীর সরঞ্জাম, সড়ক অবকাঠামো নির্মাণে। তিনি আরও বলেন, ১৮০০ কোটি ডলার ঋণ শোধ করতে বর্তমান সরকারকে গত দুই বছরে ঋণ নিতে হয়েছে। এসব ঋণ বিগত সরকারগুলোর। প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বের প্রতি আস্থা রাখায় তিনি খাইবা-পখতুনখাওয়ার জনগণের প্রশংসা করেন। তিনি বলেছেন, ২০১৩ সাল থেকে ওই প্রদেশ থেকে পরিবর্তনের রাজনৈতিক জার্নি শুরু হয়েছে। ২০১৮ সালে সাধারণ নির্বাচনে পিটিআইকে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে ওই প্রদেশ। এটা ছিল অপ্রত্যাশিত।