ইউক্রেনে যুদ্ধে অংশ নেবে না বেলারুশের সৈন্যরা : লুকাশেঙ্কো

0

লোকসমাজ ডেস্ক॥ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, তার দেশের সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সাথে যুদ্ধে অংশ নেবে না। শুক্রবার এক বিবৃতিতে লুকাশেঙ্কো এই কথা জানান। তিনি বলেন, তার দেশের সৈন্যরা ইউক্রেনে যুদ্ধে অংশ নিচ্ছে না। ভবিষ্যতেও তারা হামলায় অংশ নেবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত লুকাশেঙ্কো বিবৃতিতে জানান, এই বিষয়ে পুতিনের সাথে তার ফোনে কথা হয়েছে। এর আগে বেলারুশের ভূমি ব্যবহার করে ইউক্রেনে হামলা চালায় রুশ সামরিক বাহিনী। একইসাথে বেলারুশ থেকে ইউক্রেনে মিসাইল হামলা চালানোর অভিযোগ করেছে কিয়েভ।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসঙ্ঘের তথ্য অনুসারে, যুদ্ধ থেকে বাঁচতে ১০ লাখের বেশি শরণার্থী ইউক্রেন ছেড়েছে। অপরদিকে ইউক্রেনের জরুরি সেবা সংস্থা বুধবার জানিয়েছে, দেশটিতে সংঘর্ষে মোট দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সূত্র : আলজাজিরা