নারায়ণগঞ্জের  সাত খুন মামলা: নূর ও তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশের সাক্ষ্য

0

লোকসমাজ ডেস্ক॥ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেন ও তার ১০ সহযোগীরা বিরুদ্ধে আদালতে তিন পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে একটি মাদক মামলায় সাক্ষী গ্রহণ করা হয়। এর আগে সকালে কঠোর নিরাপত্তায় নূর হোসেনকে আদালতে আনা হয়। সাক্ষীরা হলেন- বর্তমানে সিলেট রেঞ্জে কর্মরত পুলিশ সুপার (এসপি) এসকে আলাউদ্দিন, উপ পরিদর্শক (এসআই) কাজী শাওন ও সহকারী উপ পরিচালক (এএসআই) সেলিম। আদালতে নূর হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। তাকে সহযোগিতায় ছিলেন একাধিক আইনজীবী। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে দণ্ড দেন আদালত।