ঝিকরগাছায় এক বিএনপি নেতা এবং অপর বিএনপি নেতার মায়ের মৃত্যু

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার মাগুরা ইউনিয়ন বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক সফিরুল হক (৫৩) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সোমবার ভোরে ও একইদিন গভীর রাতে নাভারন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর ইসলাম মেম্বারের মাতা কদভানু বেগম (৯৫) বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। এদিন সকাল ১১টায় কুন্দিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে কদভানু বেগমের দাফন করা হয়েছে। অপরদিকে জোহরবাদ মাগুরা ইউনিয়নের মোহাম্মদপুর মোড়ে জানাজা শেষে বিএনপি নেতা সফিরুল হককে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পৃথক দু’মৃত্যুর খবর শুনে মরহুমদ্বয়ের বাড়িতে ছুটেযান এবং জানাজায় অংশ গ্রহণ করেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এড. মোহাম্মদ ইসহক, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম, সরদার মহিদুল ইসলাম, ইমরান হাসান নিপুন, আশফাকুজ্জামান খাঁন রনি, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আরমান হোসেন কাকন, উপজেলা যুবদলের আহবায়ক নাজমুল হক নাজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ বিভিন্ন নেতৃবৃন্দ।