হতবাক আদৃত

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতের টেলি পর্দার জনপ্রিয় অভিনেতা আদৃত রায়ের বিয়ের কথা ছিল গত বছরের নভেম্বরে। কিন্তু তারপর এই বিষয়ে আর বিশেষ কোনো খবর শোনা যায়নি। কিন্তু না, কোভিডের জন্য বিয়ে পিছিয়ে যায়নি। শোনা গেল নতুন খবর। পাত্রী সুপ্রিয়া মণ্ডল নাকি অন্য কারও সঙ্গে আংটি বদল করেছেন! তার ইন্সটা স্টোরি সেরকম কথাই বলছে। প্রায় ১০ বছরের সম্পর্ক ছিল তাদের। যদিও হতবাক আদৃত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।