তালায় বাল্য বিবাহ বিবাহ প্রতিরোধে সহায়তা করায় কিশোরকে সম্মাননা

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা॥ তালায় বাল্য বিবাহ বিবাহ প্রতিরোধে সহায়তা করায় কিশোরকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের উদ্যোগে বই ও ডায়েরী পুরস্কার দেয়া হয়। বৃহস্পতিবার সকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জালালপুর কিশোর-কিশোরী ক্লাবের সদস্য স্বপ্ন ঘোষের (১৬) হাতে বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। এসময় তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার সেখানে উপস্থিত ছিলেন। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।