ফের জুটি হচ্ছেন তারা

0

লোকসমাজ ডেস্ক॥ সম্প্রতি ‘রিভেঞ্জ’ চলচ্চিত্রের মাধ্যমে শবনম বুবলী ও জিয়াউল রোশান জুটি বাঁধেন। সিনেমাটির শুটিং শেষ হতে না হতেই জানা গেল আবারো এ জুটিকে নিয়ে নতুন আরেকটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন মোহাম্মদ ইকবাল। চলচ্চিত্রটির নাম ‘বিট্রে’। ইতিমধ্যে রোশান এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তবে বুবলী চুক্তিবদ্ধ না হলেও মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। এ চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে ৩রা ফেব্রুয়ারি। ‘রিভেঞ্জ’ চলচ্চিত্রের মতো নতুন ছবির গল্পও অ্যাকশন ঘরানার। এই চলচ্চিত্রের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবুর।
বুবলী বলেন, নতুন চলচ্চিত্রের পরিকল্পনা জানানো হলে মৌখিকভাবে সম্মতি দিয়েছি। তবে গল্পটি নিয়ে আরও কয়েকবার বসতে হবে। এরপরই চুক্তিপত্রে স্বাক্ষর করবো। রোশান বলেন, ‘রিভেঞ্জ’ ছবিতে আমাদের দু’জনের কাজ দেখে প্রযোজক ও পরিচালক খুশি হয়েছেন। আমার ধারণা, এ কারণে পরপর তারা বুবলী ও আমাকে নিয়ে ‘বিট্রে’ ছবিটিও বানাতে চাইছেন।